Update
বৃত্তি পরীক্ষার রেজিষ্ট্রেশন-২০২৪
28 Jun 2024
Subject: বৃত্তি পরীক্ষার রেজিষ্ট্রেশন-২০২৪

<p><strong><u>বৃত্তি পরীক্ষার রেজিষ্ট্রেশন-২০২৪&nbsp;&nbsp;</u></strong></p> <p>এতদ্দ্বারা অত্র প্রতিষ্ঠানের ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীর অভিভাবকদের জানানো যাচ্ছে যে, গত বছরের ন্যায় এই বছরেও আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করবে। ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণির যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করতে আগ্রহী তারা আগামী ১০-০৭-২০২৪ তারিখের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। &nbsp;</p> <p>&nbsp;</p> <p><strong>রেজিষ্ট্রেশনের জন্য করনীয়ঃ</strong> শিক্ষার্থীর অভিভাবক অফিসে এসে রেজিষ্ট্রেশন ফি বাবদ ৩৫০ টাকা জমা দিয়ে রেজিষ্ট্রেশন ফরম ও বৃত্তি পরীক্ষার সিলেবাস উত্তোলন করতে হবে। রেজিষ্ট্রেশন ফরম সঠিকভাবে পূরণ করে আগামী ১০-০৭-২০২৪ তারিখের মধ্যে অফিসে এসে জমা দিতে হবে।</p> <p>&nbsp;</p> <p><strong>রেজিষ্ট্রেশন ফরম জমা দেয়ার সময় করনীয়ঃ</strong></p> <p>১। কোনো প্রকার কাটাকাটি ছাড়া রেজিষ্ট্রেশন ফরম পূরণ করে জমা দিতে হবে।</p> <p>২। শিক্ষার্থীর জন্মনিবন্ধন কার্ডের(বাংলা ও ইংলিশ) ১টি ফটোকপি ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (স্কুল নির্ধারিত ড্রেস পরিধান করে) জমা দিতে হবে।</p> <p>৩। বাবা ও মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি ১টি করে জমা দিতে হবে।&nbsp; &nbsp;</p> <p>&nbsp;</p> <p><strong>যে যে বিষয়ের পরীক্ষাঃ &nbsp;</strong></p> <p>বাংলা, ইংরেজি ও গনিত এই ৩ বিষয়ে ৫০ করে মোট ১৫০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ বোর্ড বইয়ের আলোকে এই পরীক্ষা হবে।</p>