Principal Massage
বিসমিল্লাহির রাহমানির রাহিম। 'হরিপুর মডেল পাবলিক স্কুল' এর ওয়েব সাইটে এ সবাইকে শুভেচ্ছা ও মুবারক বাদ। একটি জাতির চাবি কাঠি হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা একান্ত অপরিহার্য, জাতিকে সুনাগরিক ও যোগ্য নেতৃত্ব উপহার দিতে হরিপুর মডেল পাবলিক স্কুল এর যাত্রা শুরু হয় ২০২০ সালে। স্কুলটির মাধ্যমে আমরা চাঁপাইনবাবগঞ্জ শহরের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়তে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এ উদ্দেশ্য সফল ভাবে বাস্তবায়ন করা অনেক কঠিন, আমরা সেই লক্ষ্য অর্জনে আমাদের প্রচেষ্টা অব্যহত ও অবিচল রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। পড়া লেখার গুনগত মানের কোন শেষ নেই, সর্বোচ্চ মানে উন্নতি করা একটি কঠিন কাজ ও বটে; স্কুলের লেখা পড়ার মান কাঙ্খিত মানে পৌছে দিতে শিক্ষক / শিক্ষিকাগণ অভিভাবকদের সহিত মত বিনিময় সহ তাদের বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এ যুগে স্কুলের নিজস্ব ডাইনামিক ওয়েব সাইটে আদি থেকে অন্ত পর্যন্ত যাবতীয় বিষয়ে তত্ব ও তথ্য পর্যায়ক্রমে সাজিয়ে রাখার ব্যবস্থা চালু করা হলো। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাস্ট্রনায়ক। মাননীয় প্রধান মন্ত্রীর ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে তথ্য নির্ভর পাঠদান, স্মার্ট ও সুসজ্জিত ক্লাসরুম, শিক্ষা উপকরণের ব্যবহার চালু করতে যাচ্ছি। স্কুলের নিজস্ব ওয়েব সাইট এবং নতুন সফটওয়ারের মাধ্যমে স্কুলের সকল কাজ আরো স্বচ্ছ ও গতিশীল হবে বলে আশা রাখি। আশা করি আমাদের প্রতিষ্ঠানটিকে প্রত্যাশিত স্থানে নিয়ে যেতে পারব ইনশাল্লাহ। আমাদের প্রত্যাশা অনেক, আমরা সকলকে সাথে নিয়ে সকলের পরামর্শ ও সহায়তা এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন অনুদানের মাধ্যমে এবং আল্লাহ তা’আলার অনুগ্রহের আশা রেখে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।
মোঃ ইব্রাহীম আলী
পরিচালক ও নির্বাহী প্রধান
হরিপুর মডেল পাবলিক স্কুল