27 Apr 2024
Subject: জরুরী ঘোষনা
<p>এতদ্দ্বারা হরিপুর মডেল পাবলিক স্কুলের সকল শিক্ষার্থী ও শিক্ষকগণকে জানানো যাচ্ছে যে, আগামীকাল(২৮-০৪-২০২৪ তাং) হতে নিম্নোক্ত সময় সূচী মোতাবেক ক্লাস শুরু হবে। </p>
<ul>
<li>১ম শিফটঃ সকাল ৮টা হতে সকাল ১০টা পর্যন্ত।</li>
<li>২য় শিফটঃ ১০টা ৩০ মিনিট হতে ১টা পর্যন্ত। </li>
<li>ক্লাসে আসার সময় পানি ভর্তি বোতল ও ছাতা সাথে নিয়ে আসতে হবে। </li>
<li>পরীক্ষার প্রবেশপত্র ২৮-০৪-২০২৪তাং হতে ০৪-০৫-২০২৪তাং এর মধ্যে পরীক্ষার ফি ও মে মাসসহ সকল বকেয়া পরিশোধ করে উত্তোলন করতে হবে। </li>
<li>২৮-০৪-২০২৪ তাং সকল শিক্ষার্থীকে পরীক্ষার রুটিন ক্লাসেই দেয়া হবে। </li>
<li>প্লে ও নার্সারির শিক্ষার্থীদের পরীক্ষার জন্য যে শীট প্রদান করা হয়েছে প্রতিদিন সাথে নিয়ে আসতে হবে। </li>
</ul>