21 Mar 2024
Subject: ঈদের ছুটি
<p>সম্মানিত অভিভাবকগণ, আসসালামুয়ালাইকুম। পবিত্র মাহে রমাদ্বান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৩-০৩-২৪ ইং হতে ১৮-০৪-২৪ ইং বৃহঃস্পতিবার পর্যন্ত স্কুল ছুটি থাকবে। ২০-০৪-২৪ তারিখ হতে শ্রেণি কার্যক্রম রুটিন মোতাবেক চলবে। তবে সচেতন অভিভাবক হিসাবে আপনার সন্তানকে ছুটির মধ্যে নিয়োমিত পড়ার তাগিদ দেন। </p>